• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও (১৮ এপ্রিল) থেকে সোমবার (২২ এপ্রিল) পর্যন্ত দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রাণিসম্পদে ভরবো দেশ ,গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে ফাইভস্টার মাঠে সকালে প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ,আলহাজ্ব মোঃ সিদ্দিকুর আলম সিদ্দিক সংসদ সদস্য নীলফামারী ৪ আসন।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রদর্শনী’র এ উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।

সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসনিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায় ও বিভিন্ন খামার ও পোলট্রি মালিকরা।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৪৫ টি স্টলে সৈয়দপুর পৌরসভা ও উপজেলা এলাকার পোলট্রি ও খামার মালিকদের খামারে পালিত উন্নতজাতের গরু-ছাগল, কবুতর, পাখি, বিড়ালসহ গৃহপালিত বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।

প্রদর্শনীতে ফুড সেফটি কর্নারে নিরাপদ খাদ্য প্রস্তুত ও করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম যেমন - ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্যসামগ্রী প্রস্তুত ও প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ/গুদাম জাতকরণ, পণ্য পরিবহণ ও গ্রাহক পর্যায়ে বিতরণ পর্যন্ত সার্বিক পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং দুধ, ডিম, মাংসজাত নিরাপদ খাদ্য পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads